Ridge Bangla

সমাবেশস্থলে পরিবেশ ঠান্ডা রাখতে পানি ছিটাল সিটি কর্পোরেশন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণসমাবেশ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই সমাবেশ শুরু হয়।

তবে তীব্র রোদে সমাবেশস্থলের পরিবেশ ক্রমেই গরম ও অস্বস্তিকর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুটি স্প্রে-ক্যানন গাড়ির মাধ্যমে সেখানে পানি ছিটাতে শুরু করে। এতে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের এই সহায়তাকে স্বাগত জানান। তারা বলেন, প্রশাসন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করছে, এটি তারই একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরো পড়ুন