Ridge Bangla

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমায় সমাবেশের ডাক, যমুনার সামনে প্রস্তুতি চলছে

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে শুক্রবার বাদজুমা বড় সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সমাবেশটি অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পূর্ব পাশে অবস্থিত ফোয়ারার সামনে। এতে দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন হাসনাত। এর আগে সকাল ৮টার কিছু পর সেখানে এক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। তিনি জানান, ফোয়ারার সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং সেখানে “বাদজুমায় জনসমুদ্র” তৈরি হবে। তাঁর ভাষায়, “আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির নেতা-কর্মীরা যমুনার সামনে বিক্ষোভ শুরু করেন, যা এখনও চলমান রয়েছে। বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী উপস্থিত থেকে নিয়মিত স্লোগান দিচ্ছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামায়াতের কয়েকশ নেতা-কর্মী বিক্ষোভে যোগ দেন।

সকাল ১০টার দিকে দেখা যায়, পাঁচটি ট্রাকের ওপর সামিয়ানা টাঙিয়ে শ্রমিকরা অস্থায়ী মঞ্চ নির্মাণ করছেন। সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাকরাইল মসজিদ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকের সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

আরো পড়ুন