বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা ও উপস্থাপক এজাজ খানের বিরুদ্ধে। ৩০ বছর বয়সী এক অভিনেত্রী মুম্বাইয়ের চারকোপ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পরিচয়ের পর এজাজ তাকে বিয়ের আশ্বাস দেন এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কিন্তু বিয়ের কথা তুলতেই এজাজ নানা অজুহাতে পিছিয়ে যেতে থাকেন।
অভিনেত্রীর দাবি, চলতি বছরের ২৫ মার্চ এজাজ খান তার বাসায় গেলে তিনি একা ছিলেন। সেই সুযোগে এজাজ জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
ঘটনাটি সামনে আসার পর বলিউডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যখন তিনি বিতর্কিত রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ নিয়ে আলোচনায় ছিলেন। পুলিশের বরাত দিয়ে জানা যায়, অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভনে একাধিক স্থানে ওই অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এজাজ।
ভারতীয় দণ্ডবিধির ৬৪, ৬৪(২)(এম), ৬৯ ও ৭৪ ধারায় তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং তা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, এজাজ খান এর আগেও বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই বছর কারাবন্দি ছিলেন তিনি। পরে ২০২৩ সালে জামিনে মুক্তি পান। সম্প্রতি উল্লু অ্যাপে প্রচারিত তার উপস্থাপনায় নির্মিত রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ নিয়েও সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, শোটিতে অতিরিক্ত যৌনতা উপস্থাপন করা হয় এবং প্রতিযোগীদের যৌন ভঙ্গি প্রদর্শনে প্ররোচিত করা হয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এমনকি শিব সেনা ও বজরং দল থেকেও এজাজ খানের বিরুদ্ধে থানায় পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত এজাজ খান কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।