ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা ঘিরে সাতক্ষীরার ২০৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরায় ৩৬ কিলোমিটার স্থলসীমান্ত এবং ১৬৭ কিলোমিটার নদীসীমান্ত রয়েছে। এই এলাকাগুলোতে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন ও শ্যামনগরের নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহলে নিয়োজিত রয়েছেন।
ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী বলেন, “সীমান্তে এখনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে আগে যেখানে ৫০০ গজ অন্তর বিএসএফ সদস্য দেখা যেত, এখন দেখা যাচ্ছে ৩০০ গজ অন্তর। যেকোনো ধরনের তৎপরতা হলে বিজিবির সঙ্গে সমন্বয়ে তা প্রতিহত করা হবে।”
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, “সীমান্তে টহল জোরদারের পাশাপাশি জনবল এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।”
সাতক্ষীরা জেলা প্রশাসক ও কোর কমিটির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, “ভারতের সঙ্গে সাতক্ষীরা সীমান্তে যোগাযোগ ব্যবস্থা ভালো। নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থাকেও আরও উন্নত করা হবে।”