Ridge Bangla

৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনে বাকৃবি শিক্ষার্থীরা

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য দূর করার দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১২ মে) সকাল ১০টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা কৃষি অনুষদ ছাত্র সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টায় কৃষি সচিবের সঙ্গে তাদের প্রতিনিধি দলের বৈঠক রয়েছে। এই বৈঠক না হওয়া পর্যন্ত কৃষি অনুষদের সব ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে। এছাড়া, আলোচনার সময় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আলোচনায় সন্তোষজনক সমাধান না এলে ‘সারাবাংলা কৃষিবিদ ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

ছয় দফা দাবির সংক্ষিপ্তসার:
১. ডিএই, বিএডিসি ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদে শুধু স্নাতক কৃষিবিদদের নিয়োগ নিশ্চিত করা।
২. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নবম গ্রেডসহ অন্যান্য পদে নিয়মিত পদোন্নতির নিশ্চয়তা।
৩. বিএডিসিতে কোটা ভিত্তিক নিয়োগ পরীক্ষাবিহীন পদোন্নতির ব্যবস্থা বাতিল।
৪. ১০ম গ্রেডের পদগুলোকে স্বতন্ত্র পদসোপানে গেজেটভুক্ত করা।
৫. কৃষি ডিপ্লোমাধারীদের জন্য নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন না করে, তাদের ডিএই-এর আওতায় সীমাবদ্ধ রাখা।
৬. ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহারের অধিকার কেবল স্নাতক ডিগ্রিধারীদের জন্য প্রযোজ্য করা।

আন্দোলনকারীদের একজন, কৃষি অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “আলোচনা ফলপ্রসূ না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”

আরো পড়ুন