জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই আয়োজন সম্ভব এবং এজন্য প্রয়োজনীয় সকল সংস্কার এক মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “যেসব নির্বাচনমুখী সংস্কার জরুরি, তা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এগুলো বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিলে এক মাসেই তা সম্ভব।” তিনি আরও জানান, “সংবিধান সংশোধনের প্রয়োজন নেই—বেশিরভাগ সংস্কার নির্বাহী আদেশের মাধ্যমেই বাস্তবায়নযোগ্য। ফলে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। তার ভাষায়, “বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মত দিয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা জনগণের এই প্রত্যাশা বিবেচনায় নেবেন।”
এদিনের সংলাপে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলাম, গণসংহতি আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস কাজল।
সংলাপ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “সব বিষয়ে একমত হওয়া না গেলেও আলোচনা অব্যাহত থাকলে জাতীয় ঐকমত্য গঠন সম্ভব।”