বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহারটি নেইমারের ইনস্টিটিউট থেকে এসেছে এবং সেটি পলাশের হাতে তুলে দেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ও কিশোরগঞ্জের প্রবাসী বাংলাদেশি রবিন মিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পলাশ হাতে একটি পানির বোতল সদৃশ উপহার নিয়ে আবেগঘন ভঙ্গিতে বলেন, “এটি আমার জীবনের অন্যতম বিশেষ উপহার।” এরপর রবিন মিয়া ব্যাখ্যা করেন, “এই বোতলটি নেইমার জুনিয়রের ইনস্টিটিউট থেকে বিশেষভাবে পাঠানো হয়েছে। বোতলের গায়ে থাকা ছবিগুলো হাজারো সুবিধাবঞ্চিত শিশুর আঁকা, যাদের নিয়ে নেইমারের প্রতিষ্ঠান কাজ করে।”
রবিন আরও জানান, “নেইমার জানতে পেরেছেন যে পলাশ শুধুমাত্র তাঁর ভক্তই নয়, বরং তিনিও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কাজে যুক্ত। এটি জানার পরই নেইমার নিজেই পলাশকে সম্মান জানাতে এই উপহারের উদ্যোগ নেন।”
পলাশ বলেন, “এই উপহারটি শুধু একজন ভক্ত হিসেবে নয়, একজন সামাজিক কর্মী হিসেবেও আমার জন্য গর্বের। আমি নেইমারের প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও জানান, “আমার ফাউন্ডেশনের পক্ষ থেকেও একটি উপহার তৈরি করা হচ্ছে, যেটা রবিন ভাইয়ের মাধ্যমে নেইমারের হাতে পৌঁছে দেওয়া হবে।”
এই ঘটনাটি বাংলাদেশি ব্রাজিল-ভক্তদের মধ্যে দারুণ উচ্ছ্বাস ও গর্বের জন্ম দিয়েছে।