দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী দিনে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, “বর্তমানে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর পথে রয়েছে। এই রিজার্ভ আরও বাড়িয়ে ৪০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়েছি, তবে তা অর্জনে কিছুটা সময় লাগবে।”
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী রিজার্ভ এখন ২০.৭০ বিলিয়ন ডলার।
ক্ষুদ্র ঋণ খাত প্রসঙ্গে গভর্নর বলেন, “২৬ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে না। এজেন্ট ব্যাংক থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহকরা, ফলে উচ্চ সুদের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।”
তিনি আরও জানান, দেশের আর্থিক খাতকে সুদৃঢ় করতে রিজার্ভ ও ঋণ ব্যবস্থাপনায় ধারাবাহিক সংস্কার অব্যাহত থাকবে।