Ridge Bangla

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বর্ষীয়ান অভিনেতা মাধব ভাজে

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ আলি ফজলের বাবার চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মাধব ভাজে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মাধব ভাজে অভিনয়জীবন শুরু করেন থিয়েটারের মাধ্যমে। শুধু অভিনয়ই নয়, তিনি ছিলেন একজন দক্ষ নাট্যনির্দেশক এবং থিয়েটার শিক্ষক। তিনি দীর্ঘদিন গোয়া কলা একাডেমির নাট্য বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির সদস্য হিসেবেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

ভারতীয় ও পাশ্চাত্য বিভিন্ন নাট্যকারের নাটক তিনি সফলভাবে মঞ্চস্থ করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’-তে তরুণ শ্যামের চরিত্রে তার অভিনয় সমালোচকদের দৃষ্টি কেড়েছিল। মারাঠি চলচ্চিত্রেও তিনি ছিলেন সক্রিয়। তার পরিচালিত শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকটি মারাঠি ভাষায় রূপান্তর করেন পরশুরাম দেশপাণ্ডে।

সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’সহ একাধিক জনপ্রিয় সিনেমাতেও দেখা গেছে তাকে। তার মৃত্যুতে ভারতীয় থিয়েটার ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মাধব ভাজে ছিলেন এক অনন্য প্রতিভাধর শিল্পী, যার বহুমাত্রিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন