Ridge Bangla

মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় বিএনপি-কর্মীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে একটি হত্যা মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতের শিকার হওয়ার পর শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়।

নিহত স্বপনের বাড়ি নগরীর আকুয়া মোড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায়। তিনি আনন্দ মোহন কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি একটি মুদি দোকান চালাতেন। রাজনৈতিকভাবে তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২০২২ সালে স্বপনের চাচা পারভেজকে মাদক ব্যবসায়ী দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। সেই ঘটনায় দায়ের করা মামলায় দিলীপ গ্রেপ্তার হন ও পরবর্তীতে জামিনে মুক্তি পান। মুক্তির পর থেকে তিনি এলাকায় চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে, স্বপনের দোকানে গিয়ে তার চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেন দিলীপ। রাজি না হওয়ায় দিলীপ ও তার লোকজন আমির ও স্বপনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে স্বপনের মৃত্যু হয়।

স্বপনের চাচাতো ভাই আরাফাত বলেন, “দিলীপ অনেকদিন ধরেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। ব্যর্থ হয়ে সে পরিকল্পিতভাবে হামলা চালায়।”

স্বপন ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের ঘনিষ্ঠ কর্মী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।”

আরো পড়ুন