নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের রসালো লিচু এবার সময়ের আগেই বাজারে এসেছে। টক-মিষ্টি স্বাদের কারণে ক্রেতাদের মাঝে এর চাহিদা বেড়েছে। চলতি বছর বর্ষা শুরু না হওয়ায় আবহাওয়া লিচু চাষের জন্য অনুকূল ছিল এবং ফলনও ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।
সোনারগাঁয়ের পানাম গাবতলী এলাকার সাধু লিচুর বাগানে গিয়ে দেখা যায়, বাজারে চাহিদাসম্পন্ন পাঁচ জাতের লিচু চাষ হচ্ছে— কদমী, মোজাফফরপুরী, চায়না-৩, এলাচি এবং পাতি। এর মধ্যে কদমী লিচুর চাহিদা ও ফলন সবচেয়ে বেশি হওয়ায় কৃষকরা এই জাতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। একেকটি বাগান থেকে বছরে ৪–৫ লাখ টাকার লিচু বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন ক্রেতা রুবেল রানা।
লিচু ব্যবসায়ী আব্দুর রউফ জানান, বর্তমানে প্রতি শত কদমী লিচু বিক্রি হচ্ছে ৫৫০–৬০০ টাকায় এবং পাতি লিচু বিক্রি হচ্ছে ৪০০–৪৫০ টাকায়। সোনারগাঁ পৌরসভা ছাড়াও বৈদ্যেরবাজার, বারদী, সনমান্দি ও সাদিপুর ইউনিয়নে রয়েছে প্রায় ৫০০টি ছোট-বড় লিচু বাগান।
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, এ বছর ৮৫টি গ্রামে ১০৭ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ফলনের পরিমাণ প্রায় ৭২০ মেট্রিক টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজারদর ও উৎপাদনের ভিত্তিতে প্রায় ৭ কোটি টাকার লিচু কেনাবেচা হতে পারে।