Ridge Bangla

রাতেই পাকিস্তান ছাড়বেন রিশাদ-নাহিদ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার ছায়া পড়েছে ক্রিকেটেও। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার—নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পিএসএল আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছে, টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে। তবে পুনরায় কবে খেলা শুরু হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি আয়োজক কর্তৃপক্ষ।

এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটার রিশাদ ও নাহিদকে নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদের সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফারুক আহমেদ বলেন, “আমাদের জাতীয় দলের দুই ক্রিকেটার এখন পাকিস্তানে আছেন। বিদেশি অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও তাদের একত্র করা হয়েছে। আমরা চেষ্টা করছি যেন আজ রাতেই বিশেষ বিমানে করে তাদের দুবাইয়ে স্থানান্তর করা যায়।”

তিনি আরও বলেন, “গতকাল একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে। আজকের মধ্যেই সব খেলোয়াড়কে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমরা বাংলাদেশের হাইকমিশনের মিলিটারি অ্যাটাশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।”

এছাড়া, পিএসএল কাভার করতে বাংলাদেশ থেকে পাঠানো দুই ক্রীড়া সাংবাদিকের বিষয়েও বিসিবি সতর্ক দৃষ্টি রাখছে। ফারুক আহমেদ বলেন, “ওরাও পাকিস্তানে পেশাগত দায়িত্ব পালন করছেন। আমরা অনুরোধ করেছি, যদি সম্ভব হয় ক্রিকেটারদের সঙ্গেই যেন নিরাপদে স্থানান্তরিত হন। বিসিবি মনে করে, শুধু ক্রিকেটার নয়, সাংবাদিকদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।”

বিসিবি সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, আজ (বৃহস্পতিবার) বিকেলের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে এবং বোর্ডের পক্ষ থেকে আমরা সবসময় যোগাযোগ রাখছি। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করছি।”

আরো পড়ুন