ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের পাল্টা হিসেবে উপযুক্ত সময়েই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন,
“আমরা আর উত্তেজনা কমানোর চেষ্টা করবো না। ভারত আমাদের যেসব ক্ষতি করেছে, তার যোগ্য জবাব পেতেই হবে। এখন পর্যন্ত আমরা আত্মরক্ষার অবস্থান নিয়েছিলাম। তবে সময় মতো ভারতকে এর যথার্থ জবাব দেওয়া হবে।”
এদিকে, পাকিস্তান দাবি করেছে যে, ভারতের আগ্রাসনের পর থেকে তারা মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন ধ্বংস করা হয় এবং রাতভর অভিযানে আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, ভারতের এসব ড্রোন নজরদারির নামে হামলার প্রস্তুতি নিচ্ছিল, যা তারা প্রতিহত করতে পেরেছে।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, যদি দুই দেশ এখনই কূটনৈতিক আলোচনায় না বসে, তাহলে সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে। বিশেষ করে ড্রোন ব্যবহার ও পাল্টা প্রতিক্রিয়া এ অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।