ভারতের বিমান হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারত এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পরিস্থিতির প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে দুই দেশের বিনোদন অঙ্গনেও।
পাকিস্তানের জনপ্রিয় তারকারা ভারতের হামলার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ ও নিন্দা।
অভিনেত্রী মাহিরা খান লেখিকা ফাতিমা ভুট্টো-র সমালোচনামূলক টুইট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, “একেবারে কাপুরুষোচিত! আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, যেন সবার শুভবুদ্ধির উদয় হয়। আমিন।”
অন্যদিকে, আরেক জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কেবল একটি শব্দ লিখেছেন: “কাপুরুষোচিত।”
এই মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানের সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করে। দুই দেশের তারকাদের মন্তব্যে স্পষ্ট, ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা এখন সাংস্কৃতিক অঙ্গনেও ছাপ ফেলেছে।