Ridge Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ নির্দেশনার অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, স্কুল ও কলেজে, যেকোনো ধরনের নির্বাচনী সভা, সমাবেশ ও প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রিটার্নিং অফিসারের লিখিত পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম নির্বাচনসংক্রান্ত ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কিছু প্রার্থী ও তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটার সমাবেশের আয়োজন করছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কার্যক্রম নির্বাচনকালীন শৃঙ্খলা ও নিরপেক্ষ পরিবেশের পরিপন্থি বলে মন্তব্য করা হয়। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো সভা, সমাবেশ বা প্রচারণার জন্য ভেন্যু ব্যবহারের অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন