Ridge Bangla

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান।

তারেক রহমান লিখেছেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মীদের প্রতি আন্তরিক সহানুভূতি জানাই। আশা করি সবাই নিরাপদে আছেন।” তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস, সেনা ও অন্যান্য সংস্থার সদস্যরা জনসেবার প্রতি নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার যোগ্য।”

বিএনপি নেতা সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), মিরপুরের পোশাক কারখানা এবং সর্বশেষ শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড এই ধারাবাহিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি জোর দিয়ে বলেন, এসব অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি। “শুধু তদন্তই নয়, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জননিরাপত্তা ও শিল্পখাতের স্থিতিশীলতা নিশ্চিত হয়,” মন্তব্য করেন তারেক রহমান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন