সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কমিশন আইন অনুযায়ী অন্য কোনো প্রতীক বরাদ্দ করতে পারবে না।
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী অনুমোদিত তালিকা থেকে প্রতীক দিতে হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইন ও বিধির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এনসিপি যে ‘শাপলা’ প্রতীক চেয়েছে, তা তালিকায় না থাকায় কমিশনের পক্ষে তা দেওয়া সম্ভব হচ্ছে না।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির আগে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা আশা করছি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, আওয়ামী লীগ বর্তমানে স্থগিত দল হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। “আইনগতভাবে তাদের সব কার্যক্রম স্থগিত রয়েছে, তাই নির্বাচনে অংশগ্রহণও সম্ভব নয়,” বলেন তিনি।
নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, “ইসি কোনো দল বা পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। আমাদের লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।”