Ridge Bangla

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৭ দোকান, কোটি টাকার ক্ষতি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মনোহরি, ওষুধ, বীজ ভান্ডার, টেইলার্স, রেস্টুরেন্ট ও জুতার দোকানসহ অন্তত ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা পানি ও বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, নাসির দর্জির দোকানের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ১৭টি দোকান পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন