Ridge Bangla

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির আশঙ্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ না হলেও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই ঘটনায় সরাসরি ও পরোক্ষ মিলিয়ে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হতে পারে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ খান বলেন, “সঠিক হিসাব এখনই দেওয়া সম্ভব নয়, তবে আমদানি-রপ্তানি কার্যক্রমে সামগ্রিক প্রভাব ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।”

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলি শামীম এহসানও একই আশঙ্কা প্রকাশ করে বলেন, “রপ্তানিতে সরাসরি ক্ষতির পাশাপাশি কাঁচামাল পেতে বিলম্ব, অতিরিক্ত বিমান ভাড়া, ক্রেতাদের ছাড় দাবি এবং অর্ডার বাতিলের ঝুঁকি তৈরি হয়েছে।” তিনি জানান, কার্গো ভিলেজে ৫০০টিরও বেশি পোশাক রপ্তানিকারকের ছোট ছোট চালান ছিল। “অনেকের ব্যক্তিগত ক্ষতি হয়তো কয়েক হাজার ডলার, কিন্তু মিলিতভাবে তা লাখ লাখ ডলারের রপ্তানি স্থবির করছে,” বলেন এহসান।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি মো. শেহাব চৌধুরী বলেন, “এই অগ্নিকাণ্ডের প্রভাব শুধু পোশাক নয়, ওষুধ, কৃষিপণ্য ও অন্যান্য খাতেও পড়বে।” বর্তমানে ৬০টিরও বেশি আন্তর্জাতিক বিমান কুরিয়ার বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, যাদের এক-তৃতীয়াংশ পণ্য পোশাক ও টেক্সটাইল খাতের।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন