যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মাদুরো ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি সব কিছু প্রস্তাব করেছেন, জানেন কেন? কারণ তিনি (মাদুরো) যুক্তরাষ্ট্রের সঙ্গে গরমিল করতে চান না।” এই বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প অশ্লীল চার-অক্ষরের ইংরেজি শব্দ ব্যবহার করেন।
ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদকচক্র পরিচালনার অভিযোগ এনেছে এবং অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেছে। ভেনিজুয়েলাকে অন্তত ছয়টি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে মার্কিন বাহিনী হামলা চালায় এবং এতে ২০ জনের বেশি নিহত হয়।
ট্রাম্প জানান, “আমরা একটি সাবমেরিনে আঘাত করেছি, যেটি বিশাল পরিমাণ মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলায় কেউ বেঁচে আছে কি না তা এখনই নিশ্চিত নয়।
বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ ছাড়া এই ধরনের তাৎক্ষণিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে অবৈধ, এমনকি তারা যদি প্রকৃতপক্ষে অপরাধীও হয়। অনেকে মনে করছেন, ওয়াশিংটনের লক্ষ্য আসলে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তন।