রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে ঢাকামুখী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট ইতোমধ্যে শাহজালালে নিরাপদে অবতরণ করেছে। দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় কার্গো ভিলেজের একটি অংশে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট, বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থা ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক করেছে। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম নিরাপদভাবে পরিচালিত হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের উৎস শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।