যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহাম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে।
সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার আশা সৌদি চুক্তি করবে। আমার আশা অন্যরাও করবে। আমি মনে করি, যখন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে, তখন সবাই করবে।”
তিনি আরও জানান, সম্প্রতি বুধবার পর্যন্ত তিনি ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করেছেন, যেখানে চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে অনেকে।
২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে, যা এক চতুর্থাংশ শতাব্দী পর প্রথম কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ ছিল। পরবর্তীতে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়।
তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনের প্রাক্কালে মধ্যপ্রাচ্য নীতিতে তার অবস্থান স্পষ্ট করছে। ওয়াশিংটনের প্রভাব ফিরিয়ে আনতে এবং ইসরায়েল-আরব সম্পর্ককে আরও গভীর করতে তিনি আব্রাহাম চুক্তিকে তার বড় কূটনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন।