Ridge Bangla

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন

ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ উৎপাদন কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন নেভাতে প্রতিষ্ঠানটির নিজস্ব হাইড্রেন্ট সিস্টেমও ব্যবহার করা হয়, যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে দ্রুততর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি ইউনিট একসঙ্গে কাজ করে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।” তিনি আরও জানান, আগুনে ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কতটুকু আর্থিক ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন