Ridge Bangla

ফটিকছড়িতে ছেলে হত্যা: মাকে প্রধান আসামি করে মামলার পর্দা উন্মোচন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যার ঘটনা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। নিহত কামরুলের মা হামিদা বেগমকে এ মামলার প্রধান আসামি করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

নিহতের নানী ফরিদা বেগম নিজ মেয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) হামিদা বেগমকে আদালতে সোপর্দ করা হয় বলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম নিশ্চিত করেছেন।

ফরিদা বেগম অভিযোগ করেন, স্বামী প্রবাসে থাকার সুযোগে তার মেয়ে হামিদা বেগম স্থানীয় এক সিএনজি চালক করিমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের জেরেই নৃশংসভাবে নিজের ছেলেকে হত্যা করেন তিনি। মায়ের হাতে ছেলের মৃত্যু এর চেয়ে ভয়াবহ কিছু হতে পারে না, এমনটাই ভাষ্য কামরুলের নানী ফরিদা বেগমের।

বিদেশ থেকে ফিরে নিহতের বাবা কামাল ভূঁইয়াও স্ত্রী ও করিমের মধ্যকার এই অবৈধ সম্পর্ক নিয়ে আগে থেকেই সন্দেহ করতেন বলে জানান। তিনি বলেন, “ছেলের ভবিষ্যৎ ও নিজের সম্মানের কথা ভেবে চুপ ছিলাম। চেয়েও অনেক কিছু করতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত সে আমার একমাত্র সন্তানকে হত্যা করল। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।”

ওসি মাহবুবুল আলম বলেন, নিহতের নানী বাদী হয়ে মামলা করেছেন। হামিদা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে প্রশাসন পূর্ণ আশ্বাস দিচ্ছে, জড়িত ও দোষীরা কেউই ছাড় পাবে না।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সকালে ভূজপুরের ইদিলপুর বাউদ্দারপাড় এলাকার পণ্ডিত বাড়ি নিজ ঘর থেকে কামরুল হাসান কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই তার মা হামিদা বেগমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন