এমন সুন্দর ফুটবল বহুদিন খেলেনি ব্রাজিল, এবং দর্শকরাও বহুদিন পর সেলেসাওদের কাছ থেকে এমন দৃষ্টিনন্দন খেলা উপভোগ করলেন। বিশ্বকাপ বাছাই শেষে প্রীতি ম্যাচে মাঠে নেমেও ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে কোরিয়ানদের স্রেফ উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা। দাপুটে ফুটবল খেলে গোল উৎসব করে ৫-০ ব্যবধানের বড় জয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করল তারা। দলের হয়ে দুটি করে গোল করেছেন এস্তেভাও ও রদ্রিগো, আর একটি গোল করেছেন ভিনিসিউস জুনিয়র।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছে।
শুক্রবার সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই স্বাগতিকদের ওপর আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটেই ব্রুনো গুইমারেসের পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।
বিরতির ঠিক আগে, দলগত বোঝাপড়ার অনবদ্য প্রদর্শনীতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ভিনিসিউস ও কাসেমিরোর সঙ্গে বল দেওয়া–নেওয়া করে দুর্দান্ত শটে কোরিয়ার জালে বল জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দক্ষিণ কোরিয়া। ৪৭ মিনিটে রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করেন এস্তেভাও। দুই মিনিট পর ভিনিসিউসের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৪-০ লিড নিশ্চিত করেন রদ্রিগো। ম্যাচের ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।
বল দখলে অনেক এগিয়ে ছিল ব্রাজিল—প্রায় ৫৯ শতাংশ সময় তারা বল নিয়ন্ত্রণে রাখে। স্বাগতিকের মুখে তাদের শট ছিল ১৪টি, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বড় সুযোগ তৈরি করে তারা চারটি। বিপরীতে দক্ষিণ কোরিয়া নিতে পেরেছে মাত্র ৪টি শট, যার মধ্যে গোলমুখে ছিল একটি; উল্লেখযোগ্য কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা।
এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে তিন দিনের বিরতির পর আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাগতিক জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।