Ridge Bangla

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থার পক্ষ থেকে।

শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলের সমুদ্র এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রতিষ্ঠানটির সতর্কতায় বলা হয়, ভূমিকম্পের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত এক মিটার বা তারও বেশি উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালির আশপাশে ঢেউয়ের তীব্রতা ও উচ্চতা আরও বাড়তে পারে। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিসমোলজি ইনস্টিটিউট আরও জানায়, সুনামির ঢেউ মূল ভূখণ্ডের ভেতরে প্রবেশ করলে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। এজন্য স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন করে কোনো ঝুঁকি দেখা দিলে দ্রুত সতর্কবার্তা জারি করা হবে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প ও সুনামির ঝুঁকির মধ্যে থাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩০

আরো পড়ুন