পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ ঢাকায় এসেছিলেন ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিতে। কিন্তু কনসার্ট শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই হঠাৎ করে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা আসে আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’-এর পক্ষ থেকে। এর পর থেকে আয়োজকদের কেউই আর যোগাযোগে ছিলেন না। তারা একপ্রকার লাপাত্তা হয়ে যান।
এই কনসার্টে মুস্তাফা জাহিদের পাশাপাশি পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের শিল্পী এ কে রাহুল এবং ব্যান্ডদল ‘লেভেল ফাইভ’ ও ‘এনকোর’-এর। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অংশ নেওয়ার কথা থাকা শিল্পীরা।
এ কে রাহুল বলেন, “এটা দেশের শিল্পীসমাজের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একজন বিদেশি অতিথি এসেছেন, প্রস্তুতিও নিয়েছেন। এমন সময়ে আয়োজকদের পক্ষ থেকে কেউ কিছু না জানিয়ে পুরো আয়োজন বাতিল করাটা খুবই দুঃখজনক।”
কনসার্টটি পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রদর্শনী কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ নামক প্রতিষ্ঠান কোনো বুকিং নিশ্চিত করেনি, এমনকি কোনো অর্থও জমা দেয়নি।
এদিকে গতকাল দুপুর থেকেই বহু দর্শক কনসার্টের ভেন্যুর গেটে জড়ো হন। কিন্তু সেখানে ছিল না কোনো আয়োজনের প্রস্তুতি, পোস্টার বা সাউন্ড সিস্টেম। অনেকেই আয়োজকদের নম্বরে ফোন করলেও সব নম্বরই বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে। দর্শকরা বিষয়টিকে প্রতারণা ও দায়িত্বহীনতার নজির হিসেবে আখ্যা দিচ্ছেন। এখনো আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।