Ridge Bangla

গাজাবাসিদের জন্য ইমরান-কনারা গাইলেন প্রতিবাদী গান ‘আকাশে উড়ছে মৃত লাশ’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানালেন বাংলাদেশি সংগীতশিল্পীরা। সংগীত পরিচালক জাহিদ নিরবের উদ্যোগে প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবাদী গান ‘আকাশে উড়ছে মৃত লাশ’। গানটির মাধ্যমে গাজার শিশু, নারী ও নিরস্ত্র মানুষের ওপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে বেদনার্ত প্রতিবাদ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী ইমরান, কনা, মাহাবি, নিবিড়, তুষার, নাঈম এবং জাহিদ নিরব নিজেও। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। ভিডিওটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

প্রতিবাদী এ গান প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, “প্রতিবাদের তিনটি ভাষা আছে- নীরবতা, শব্দ এবং রক্ত। আমরা শব্দকেই বেছে নিয়েছি। এই গান কেবল একটি সংগীত নয়, এটি একটি আর্তনাদ। যারা গাজায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে, তাদের হয়ে আমাদের এক চিৎকার।”

তিনি আরও বলেন, “যখন গাজায় প্রতিদিন লাশ পড়ে, তখন আমাদেরও কিছু বলা উচিত। আমরা যুদ্ধ চাই না, মৃত্যু চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই প্রতিবাদের সাহসিকতা।”

প্রসঙ্গত, ‘আকাশে উড়ছে মৃত লাশ’ গানটি কপিরাইট মুক্ত রাখা হয়েছে। যে কেউ গানটি শেয়ার, আপলোড বা পুনঃপ্রকাশ করতে পারবেন। জাহিদ নিরব জানিয়েছেন, এই গান ছড়িয়ে দিতে হবে—যাতে করে এই অন্যায়ের প্রতিবাদ থেমে না যায়, আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সচেতনতার বার্তা।

আরো পড়ুন