মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। শহিদ কাপুরের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়েই শুরু হয় তার ক্যারিয়ার। এরপর জনপ্রিয় গায়িকা ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনার উড় উড় যায়ে’ মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। সেখান থেকেই ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন আয়েশা।
২০০৪ সালে শহিদ কাপুরের বিপরীতে ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘সোচা না থা’, ‘সালামে ইশক’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’সহ বেশ কিছু বাণিজ্যিকভাবে সফল ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু বলিউডে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি।
ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন আয়েশা। ব্যক্তিজীবনে প্রেম করেছেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থ এবং পরে আমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেলের সঙ্গে। তবে কোনোটিই দীর্ঘস্থায়ী হয়নি।
অবশেষে ২০০৮ সালে ব্যবসায়ী ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। ২০০৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন আয়েশা আজমি। বর্তমানে তিনি চলচ্চিত্র জগত থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে আলোচনায় আসেন।
গত বছর তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তাকে চিনতে পারেননি। ধারণা করা হয়, তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। অভিনয় থেকে দূরে থাকলেও আয়েশা বর্তমানে নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে সুখেই রয়েছেন।