ফরিদপুর শহরতলির পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় পাউরুটি কিনতে গিয়ে এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার (১১ এপ্রিল) সকালে সাত বছর বয়সী ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে পাউরুটি কিনতে গেলে দোকানদার আহাম্মদ শেখ তাকে দোকানের ভেতরে নিয়ে যান। পরবর্তীতে দোকানের একটি কক্ষে নিয়ে গিয়ে শিশুটির সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযুক্ত আহাম্মদ শেখ (৫০) ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান সাংবাদিকদের জানান, শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনেকেই ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশু নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।