Ridge Bangla

অধিনায়ক হিসেবে ইংরেজি বলতে না পারার জন্য লজ্জিত নই: রিজওয়ান

উপমহাদেশের অনেক ক্রিকেটারই ইংরেজি ভাষায় সাবলীল নন। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। মাঝে মাঝেই তাকে ইংরেজি উচ্চারণ বা ব্যবহারে দুর্বলতা নিয়ে ট্রলের শিকার হতে হয়। তবে এবার তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন।

মুলতান সুলতানসের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উর্দু ভাষায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজওয়ান। ইংরেজি না জানার বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ট্রলগুলো নিয়ে তিনি কিছু মনে করেন না। বরং গর্ববোধ করেন নিজের ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করতে পেরে।

রিজওয়ান বলেন, “আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না। কিন্তু আমি ১ শতাংশও লজ্জিত নই পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজিতে কথা বলতে পারি না।”

তিনি আরও বলেন, পাকিস্তান তার কাছে ইংরেজি নয়, ক্রিকেট চায়। “পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি ভাষা নয়। যদি তারা ইংরেজি চাইত, তাহলে আমি ফিরে গিয়ে প্রফেসর হতাম। কিন্তু দেশের চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়।”

রিজওয়ানের মতে, ইংরেজি ভাষায় দুর্বলতা থাকলেও নিজের মতো করে তিনি যা বোঝাতে চান, তা একজন ইংরেজও বুঝে নিতে পারে। তিনি বলেন, “আমি যা বোঝাতে চাই, সেটা একজন ইংরেজও বুঝতে পারে। সমস্যা তাদের নিয়ে, যারা শুধু আমার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে।”

উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ান তার সততা, ধর্মপ্রাণ জীবনযাপন এবং মাঠে নিবেদিত পারফরম্যান্সের জন্য উপমহাদেশের অন্যতম সম্মানিত ক্রিকেটার হয়ে উঠেছেন। তার এই মন্তব্য নতুন করে প্রমাণ করে, নেতৃত্ব কেবল ভাষায় নয়, মনোভাব ও কাজের মধ্যেই নিহিত থাকে।

আরো পড়ুন