Ridge Bangla

হামজার পর নতুন চমক, কানাডার সামিত খেলবেন বাংলাদেশ দলে

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোমকে নিয়ে সাম্প্রতিক সময়ে ফুটবল অঙ্গনে বেশ আলোচনা চলছিল। অবশেষে এই মিডফিল্ডার নিজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছেন, তিনি লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সংবাদমাধ্যমকে জানান, সামিত সোম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। এখন তার পাসপোর্ট তৈরির জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করছে বাফুফে। এ লক্ষ্যে রবিবার থেকেই কাজ শুরু হবে।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও ফিফা অনুমোদন সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ফেডারেশন।

সামিত সোম বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির হয়ে খেলছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে, যখন তিনি কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেন। এরপর ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে চারটি এবং ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা দুজনই বাংলাদেশি। তাই বাংলাদেশি পাসপোর্ট পেতে তার তেমন কোনো জটিলতা হওয়ার কথা নয়। তবে যেহেতু তিনি আগেই কানাডার জাতীয় দলে খেলেছেন, তাই তাকে ফিফার অনুমোদন নিতে হবে।

শেকড়ের টানেই বাংলাদেশকে বেছে নিয়েছেন সামিত সোম। দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন হামজার সঙ্গে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে সামিতকেও।

আরো পড়ুন