Ridge Bangla

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই মিরপুর স্টেডিয়ামে হাজির তামিম

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে আজ (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। হৃদরোগজনিত সমস্যার কারণে চিকিৎসার জন্য সম্প্রতি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। দেশে ফেরার পর পরই তিনি হাজির হন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেল তিনটার দিকে মাঠে প্রবেশ করে তামিম সোজা চলে যান প্রেসিডেন্ট বক্সে, পরে তিনি ড্রেসিংরুমেও দেখা দেন।

তবে ধারণা করা হলেও, তামিম শুধুমাত্র আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে মাঠে আসেননি। বরং সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দলের সঙ্গে সরাসরি আলোচনা করা। সে কারণেই মিরপুরে তার উপস্থিতি।

উল্লেখ্য, বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করলে তামিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এরপর বিসিবির ব্যবস্থাপনায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

তামিম ইকবাল বর্তমানে বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মাঠের বাইরেই থাকছেন। তার ক্রিকেটে ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরো পড়ুন