Ridge Bangla

অভিষেক শর্মার দানবীয় ৫৫ বলে ১৪১!

৪০ বলে সেঞ্চুরি, ৫৫ বলে ১৪১ রান—অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিলেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। পাঞ্জাব কিংসের ২৪৫ রানের বিশাল সংগ্রহকে মামুলি বানিয়ে ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নিল হায়দরাবাদ।

২৪৬ রানের লক্ষ্যে নেমে হায়দরাবাদের সূচনা ছিল ঝড়ো। উদ্বোধনী জুটিতে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড যোগ করেন মাত্র ১২.২ ওভারে ১৭২ রান। ট্রাভিস হেড ৩৭ বলে ৬৬ রান করে আউট হলেও অপর প্রান্তে অভিষেক শর্মা ছিলেন অপ্রতিরোধ্য। তিনি মাত্র ৪০ বলে পূর্ণ করেন তার সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১৪১ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

শেষদিকে হেনরিখ ক্লাসেন ১৪ বলে অপরাজিত ২১ রান করে দলকে সহজ জয় এনে দেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে। পাওয়ার প্লেতেই এক উইকেট হারিয়ে তোলে ৮৯ রান। প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ ও প্রভসিমরান সিং ২৩ বলে করেন ৪২ রান।

এরপর মূল দায়িত্ব তুলে নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি ৩৬ বলে খেলেন বিধ্বংসী ৮২ রানের ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। মধ্যভাগে নেহাল ওয়াধেরা করেন ২২ বলে ২৭ রান এবং ইনিংসের শেষ দিকে মার্কাস স্টয়নিস মাত্র ১১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল এক চার ও চারটি ছক্কা।

মোহাম্মদ শামির করা ইনিংসের শেষ ওভারে আসে ২৭ রান, যেখানে স্টয়নিস শেষ চার বলে হাঁকান চারটি ছক্কা। সব মিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বিশাল পুঁজি দাঁড় করায় পাঞ্জাব।

তবে অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবই সব আলো কেড়ে নেয়। এই ইনিংসটি আইপিএলে কোনো ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ স্কোর। এই ম্যাচের জয়ে হায়দরাবাদ টানা চার হারের পর ফিরে পেল কাঙ্ক্ষিত জয়।

আরো পড়ুন