Ridge Bangla

ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি মিত্রদের

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিয়েভকে নতুন করে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ (UDCG)-এর ২৭তম সমাবেশে, যেখানে শুক্রবার (১১ এপ্রিল) ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা একত্রিত হয়েছিলেন।

এই প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে জার্মানি, যারা আগামী চার বছরে ১ হাজার ১০০ কোটি ইউরো সহায়তা দেবে। ব্রিটেনও তাদের মোট ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার অঙ্গ হিসেবে নতুন করে ৪৫০ মিলিয়ন ইউরোর সহায়তার ঘোষণা দিয়েছে।

জার্মানির পাঠানো সামগ্রীর তালিকায় রয়েছে:

  • ১ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ
  • ২৫টি পদাতিক যুদ্ধযান
  • ১৫টি যুদ্ধ ট্যাঙ্ক
  • ১০০টি স্থল নজরদারি রাডার
  • ১২০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম
  • ৩০০টি ক্ষেপণাস্ত্র
  • ৪টি IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেম

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, “এই অঙ্গীকার মস্কোর জন্য একটি কঠোর সংকেত পাঠাবে।” ইউরোপীয় প্রতিরক্ষামন্ত্রীরা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তবায়নের কোনো লক্ষণ তারা দেখছেন না।

এই ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পঞ্চম বছরটিকে একটি “গুরুত্বপূর্ণ বছর” হিসেবে চিহ্নিত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরো পড়ুন