Ridge Bangla

তরমুজ সাদা হওয়া নিয়ে দ্বন্দ্ব, কোপাকুপিতে আহত দুজন

চুয়াডাঙ্গায় তরমুজের ভেতর সাদা হওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আমিরুল ইসলাম (২৭) ও রুবেল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে, চুয়াডাঙ্গা পৌর শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তরমুজ কেনার পর ভেতরে সাদা দেখা যাওয়ায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং আমিরুল ও রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আমিরুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত রুবেল ইসলাম চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছিপাড়ার মরহুম দুলালের ছেলে এবং আমিরুল ইসলাম শান্তিপাড়ার সদর আলীর ছেলে।

আরো পড়ুন