Ridge Bangla

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের প্রতিবাদ সমাবেশের ধারাবাহিকতায় এবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ এক জনসমাবেশ। আগামী শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ।

শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অগ্রসর হবে। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা আশা করছেন, এটি হবে ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ।

সংগঠনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই ৬৪ হাজারেরও বেশি মানুষ ‘আগ্রহী’ ও প্রায় ৫ হাজার ব্যক্তি ‘অংশগ্রহণ করবেন’ বলে ফেসবুক ইভেন্টে জানিয়েছে।

সমর্থন জানিয়ে বিভিন্ন আলেম, সেলিব্রেটি ও বিশিষ্টজন তাদের ভিডিও বার্তা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মাহমুদুর রহমান (দৈনিক আমার দেশের সম্পাদক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম (জাতীয় ক্রিকেটার), ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, মজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি), মাওলানা মামুনুল হক (খেলাফত মজলিস), রেজাউল করীম আবরার (ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ), হাসনাত আবদুল্লাহ (এনসিপি), জাহিদুল ইসলাম ও আবু সাদিক কায়েম (ইসলামী ছাত্রশিবির), তামিম মৃধা (অভিনেতা), আয়মান সাদিক (টেন মিনিট স্কুল) প্রমুখ।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এক ফটোকার্ডের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’তে অংশগ্রহণ ও অন্যদেরও আহ্বান জানানোর ঘোষণা দিয়েছেন।

আরো পড়ুন