Ridge Bangla

সিডনি সুইনি বিতর্ক: আমেরিকান ঈগল ব্র্যান্ডের পক্ষপাতিত্ব

বিশ্ববিখ্যাত আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড আমেরিকান ঈগল সিডনি সুইনি-সংক্রান্ত বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছে। সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় ব্র্যান্ডটি স্পষ্টভাবে সুইনির পক্ষে অবস্থান নিয়েছে।

ব্র্যান্ডটির শরৎকালীন নতুন পোশাক সংগ্রহের প্রচারণায় ‘Sydney Sweeney Has Great Jeans’ শিরোনামের একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। এতে ২৭ বছর বয়সী অভিনেত্রী ও ইউফোরিয়া খ্যাত সিডনি সুইনি আমেরিকান ঈগলের পোশাক পরিহিত অবস্থায় মডেল হিসেবে হাজির হন। তবে প্রচারণার স্লোগান ও ইমেজ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই এই বিজ্ঞাপনকে ‘বর্ণবাদী’ এবং ‘ইউজেনিকস’ অর্থাৎ জাতিগত শুদ্ধতার ইঙ্গিত বহনকারী দাবি করেন। তাদের মতে, এটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের ধারণাকে উৎসাহিত করছে।

যুক্তরাষ্ট্রের প্রকাশনা সেলুন (Salon) এই বিষয়ে এক প্রতিবেদনে জানায়, অতীতে ‘শ্বেতাঙ্গত্ব, রোগা শরীর এবং নির্দিষ্ট চেহারাগত আদর্শ’ উদযাপনে এ ধরনের ভাষা ব্যবহৃত হতো। তারা আমেরিকান ঈগলের প্রচারণাকে ‘সংবেদনশীলতা-বিবর্জিত বিপণন কৌশল’ হিসেবে অভিহিত করেছে।

সমালোচনার জবাবে আমেরিকান ঈগল সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, তারা অভিনেত্রী সিডনি সুইনির প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং প্রচারণার কোনো অংশেই বর্ণবাদী অর্থ দেওয়ার উদ্দেশ্য ছিল না। ব্র্যান্ডটি আরও জানায়, তারা সর্বদা বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে প্রচারণায় আরও সতর্ক থাকবে।

সিডনি সুইনি নিজেও সামাজিক মাধ্যমে সমালোচনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেন, তিনি কখনো বর্ণবাদ বা বিভাজন সৃষ্টি করতে চাননি। তিনি আশা প্রকাশ করেন, এই বিতর্কের মাধ্যমে সমাজে সংহতি ও বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে।

এদিকে, এই বিতর্ক মার্কিন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বর্ণবাদের প্রতি সংবেদনশীলতা ও সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। ব্র্যান্ড ও সেলিব্রিটিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন