বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে। এবারের উৎসবের জন্য ছয়টি বিভাগে ৫০টিরও বেশি সিনেমা নির্বাচিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
উদ্বোধনী চলচ্চিত্র:
- ‘পার্তির উঁ জুর’, পরিচালক: আমেলি বোনাঁ (প্রথম চলচ্চিত্র)
মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত কিছু চলচ্চিত্র:
- ‘The Financial Scheme’, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন
- ‘Eddington’, পরিচালক: আরি অ্যাস্টার
- ‘June Mayer’, পরিচালক: দারদেন ভাইয়েরা
- ‘Alpha’, পরিচালক: জুলিয়া দুকোর্নো
- ‘Renoir’, পরিচালক: হায়াকাওয়া চিয়ে
- ‘The History of Sound’, পরিচালক: অলিভার হারমানাস
- ‘La Petite Dernière’, পরিচালক: হাফসিয়া হারজি
- ‘Siraat’, পরিচালক: অলিভার লাক্সে
- ‘New Wave’, পরিচালক: রিচার্ড লিঙ্কলেটার
- ‘Two Prosecutors’, পরিচালক: সের্গেই লোজনিত্সা
- ‘Fuori’, পরিচালক: মারিও মার্তোনে
- ‘O Segredo Agente’, পরিচালক: ক্লেবার মেন্ডোনসা ফিলো
- ‘Dossier 137’, পরিচালক: ডমিনিক মল
- ‘Un Simple Accident’, পরিচালক: জাফর পানাহি
- ‘The Mastermind’, পরিচালক: কেলি রেইচার্ড
- ‘Eagles of the Republic’, পরিচালক: তারিক সালেহ
- ‘Sound of Falling’, পরিচালক: মাসচা শিলিনস্কি
- ‘Romería’, পরিচালক: কারলা সিমোন
- ‘Sentimental Value’, পরিচালক: জোয়াকিম ট্রিয়ের
- ‘Meteors’, পরিচালক: হুবার শারুয়েল
- ‘My Father’s Shadow’, পরিচালক: আকিনোলা ডেভিস জুনিয়র
- ‘L’Inconnu de la Grande Arche’, পরিচালক: স্তেফান দেমুস্টিয়ে
- ‘Archein’, পরিচালক: হ্যারিস ডিকিনসন
- ‘Homebound’, পরিচালক: নীরজ ঘেওয়ান
- ‘Toi Yamanamino Hikari’, পরিচালক: ইশিকাওয়া কেই
- ‘Eleanor the Great’, পরিচালক: স্কারলেট জোহানসন
- ‘Caravan’, পরিচালক: জুজানা কির্চনারোভা
- ‘Pillion’, পরিচালক: হ্যারি লাইটন
- ‘Ayesha Can’t Fly Away’, পরিচালক: মোরাদ মোস্তফা
- ‘Once Upon a Time in Gaza’, পরিচালক: আরব ও টারজান নাসের
- ‘The Plague’, পরিচালক: চার্লি পলিঙ্গার
- ‘Promised Sky’, পরিচালক: এরিগে সেহিরি
- ‘Midnight Screenings: Dalloy’, পরিচালক: ইয়ান গোজলান
- ‘Exit 8’, পরিচালক: কাওয়ামুরা জেনকি
- ‘Feng Lin Hu Shan’, পরিচালক: ম্যাক জুনো
কান প্রিমিয়ার বিভাগ:
- ‘Amrum’, পরিচালক: ফাতিহ আকিন
- ‘Splitsville’, পরিচালক: মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো
- ‘La Ola’, পরিচালক: সেবাস্তিয়ান লেলিও
- ‘Connemara’, পরিচালক: আলেক্স লুটজ
- ‘Orwell: 2+2=5’, পরিচালক: রাউল পেক
- ‘Das Verschwinden des Josef Mengele’, পরিচালক: কিরিল সেরেব্রেনিকভ
বিশেষ প্রদর্শনী বিভাগ:
- ‘Stories of Surrender’, পরিচালক: বোনো
- ‘Tell Her That I Love Her’, পরিচালক: রোমেন বোহরিঞ্জার
- ‘A Magnificent Life’, পরিচালক: সিলভাঁ শোমে
উল্লেখযোগ্যভাবে, উৎসবের উদ্বোধনী দিনে মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে সম্মানসূচক ‘পাম দ’অর’ পুরস্কার প্রদান করা হবে।