জোরপূর্বক জমির মাটি কেটে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংবাদিক রাহিদ রনির অভিযোগ আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”
এর আগে, গত ৭ এপ্রিল ফেসবুক লাইভে এসে ঢাকায় কর্মরত সাংবাদিক রাহিদ রনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা পাভেল মিয়া জোরপূর্বক তার জমিতে খনন কাজ চালিয়ে প্রায় তিন লাখ টাকার মাটি বিক্রি করেছেন। লাইভে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ছাত্রদলের দৃষ্টিও আকর্ষণ করেন এবং দোষীর শাস্তির দাবি জানান।