Ridge Bangla

মহেশ বাবুর ‘এসএসএমবি ২৯’-এ নতুন চমক

মহেশ বাবু ও এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা ‘এসএসএমবি ২৯’-এর শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। কেনিয়ার জাতীয় উদ্যানে শুটিং হওয়ার কথা থাকলেও, দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে নির্মাতারা তা বন্ধের সিদ্ধান্ত নেন। এখন বিকল্প লোকেশন হিসেবে তানজানিয়ার কিছু এলাকা বিবেচনা করা হচ্ছে।

শুটিং বন্ধ থাকলেও থেমে নেই প্রস্তুতি। পরিচালক এস এস রাজামৌলি এখন স্ক্রিপ্টের দ্বিতীয় অংশ নিয়ে কাজ করছেন। নতুন অংশে থাকবে আবেগঘন মুহূর্ত, অ্যাকশন-প্যাকড অ্যাডভেঞ্চার, পৌরাণিক ও আধ্যাত্মিক গল্পের ছোঁয়া। এই স্ক্রিপ্ট পুনর্লিখনের কাজকে আরও সমৃদ্ধ করতে রাজামৌলির টিমে যুক্ত হয়েছেন জনপ্রিয় পরিচালক ও চিত্রনাট্যকার দেবা কাট্টা।

এদিকে, ইতোমধ্যেই সিনেমার কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন ব্লক, গান ও দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এসব দৃশ্যে মহেশ বাবুর পাশাপাশি থাকছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন।

বিশ্বমানের ভিএফএক্স, ভিন্নধারার গল্প এবং রাজামৌলির সিগনেচার পরিচালনার ছাপ থাকছে এই ছবিতে। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘এসএসএমবি ২৯’ হতে যাচ্ছে মহেশ বাবুর ক্যারিয়ারে প্রথম বড় ধরনের আন্তর্জাতিক সফলতার সিঁড়ি। রাজামৌলির জন্য এটি হতে পারে ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর পর আরেকটি গ্লোবাল ব্লকবাস্টার।

তবে ছবির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তারপরও ভক্তদের আগ্রহ ও উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে।

আরো পড়ুন