ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকাশ জানান, অন্তত ১২০ জন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের অনেকেরই শরীরের ৬০–৭০ শতাংশ পুড়ে গেছে। আহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, বিমানটি একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান ছিল, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। মাত্র ১২ মিনিটের মাথায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফায়ার সার্ভিস জানায়, আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে উত্তরা, টঙ্গী, মিরপুরসহ আশপাশের ফায়ার স্টেশনের ইউনিট। দুর্ঘটনাস্থলে এখনও শোক ও আতঙ্কের ছায়া বিরাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।