ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার হাজির হচ্ছেন এক নতুন রূপে। প্রথমবারের মতো তিনি কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে, যা নির্মাণ করছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু। ‘ময়না’ শিরোনামের গানটিতে বুবলীকে দেখা যাবে মডেল হিসেবে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘খেলা হবে’ সিনেমার মাধ্যমে বুবলী ও অংশুর প্রথম যৌথ কাজের ঘোষণা এসেছিল। কিন্তু নানা কারণে সে প্রজেক্টের অগ্রগতি থমকে যায়। অবশেষে ‘ময়না’ গানের মাধ্যমে তাদের নতুন যাত্রা শুরু হলো।
পরিচালক অংশু গত ১৯ মে নিজের সামাজিক মাধ্যমে বুবলী ও গীতিকার আসিফ ইকবাল-এর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’ তবে তখন গানটির প্রকৃতি প্রকাশ করেননি। দুই মাস পর জানা গেল, এটি একটি সাংগীতিক ভিডিও প্রজেক্ট।
‘ময়না’ গানটির গীতিকার আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের আকাশ সেন, এবং কণ্ঠ দিয়েছেন কোনাল। আগেও বুবলীর বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, যার মধ্যে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল।
গানটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি শিগগিরই গানচিল মিউজিকের ব্যানারে মুক্তি পাবে বলে জানা গেছে।
এদিকে, বুবলীর হাতে এখনো রয়েছে একাধিক প্রজেক্ট। মুক্তির অপেক্ষায় রয়েছে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ও রাখাল সবুজ পরিচালিত ‘সর্দার বাড়ির খেলা’। যদিও কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়, এখন সম্ভবত দুর্গাপূজায় ছবিগুলো মুক্তি পাবে।
এছাড়া তিনি বর্তমানে কাজ করছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমায়, যেখানে তার বিপরীতে আছেন সজল। পাশাপাশি টালিউডের ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায়ও অভিনয় করেছেন বুবলী, যেখানে আছেন কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস এবং রজতাভ দত্ত।