বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর আলোকিত করে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান। যদিও এখনও তারা আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে ছোট্ট শিশুর মোজা হাতে তোলা একটি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তারা। ছবির ক্যাপশনে লেখা ছিল— “আমাদের জীবনের সেরা উপহার আসছে শিগগিরই।”
এই তারকা জুটির প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে। পরবর্তীতে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা শেরশাহ শুটিংয়ের সময় তাদের সম্পর্ক আরও গভীর হয়। প্রেম নিয়ে কখনোই সরাসরি কিছু বলেননি তারা; তবে বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
কন্যাসন্তানের আগমনের আনন্দের মধ্যেই তাদের রয়েছে নতুন সিনেমার ব্যস্ততা। সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করছেন পরম সুন্দরী ছবিতে, যেখানে তার বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। অন্যদিকে কিয়ারা আদভানি দেখা দেবেন ওয়ার ২–তে, যেখানে তার সহশিল্পী হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। ছবিটি মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবসে।
সন্তান জন্মের খবরে বলিউড অঙ্গনে বইছে আনন্দের বন্যা। সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সামাজিক মাধ্যম। নতুন সদস্যের আগমনে নতুন এক অধ্যায় শুরু করলেন বলিউডের এই জনপ্রিয় জুটি।