ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করার পর পোশাক বোঝাই চারটি ট্রাককে ফিরিয়ে দিয়েছে ভারত। দেশটিতে প্রবেশের অনুমতি না পেয়ে বুধবার (৯ এপ্রিল) যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফিরে আসে।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার পোশাক রপ্তানিকারক তিন প্রতিষ্ঠান চারটি ট্রাকে পণ্য বোঝাই করে ঢাকা থেকে বেনাপোল বন্দরে নিয়ে আসে। পণ্যগুলো কলকাতার দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে পেট্রাপোল কাস্টমস থেকে ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অনুমতি না পেয়ে পণ্যগুলো নিজেদের প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়েছে মালিকপক্ষ।
এই বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, “যে রপ্তানিকারকের পণ্য ফিরে গেছে, তাদের কোনো প্রতিনিধি আমাদের কিছু জানাননি। তবে আমরা জেনেছি, ভারতের পেট্রাপোল কাস্টমস থেকে কারপাস দেওয়া হয়নি। যে কারণে পণ্য ফিরিয়ে নেওয়া হয়েছে।”
এর আগে, গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) এক বিজ্ঞপ্তিতে ২০২০ সালের ২৯ জুন জারি করা বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার আদেশটি প্রত্যাহার করে। ওই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের পণ্য ভারতের স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহারের অনুমতি দিয়েছিল ভারত। এখন সে সুবিধা প্রত্যাহার করে নিয়েছে দেশটি।