Ridge Bangla

পাকিস্তানজুড়ে ভারী বৃষ্টিপাত,পাঞ্জাবে ২৪ ঘন্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)। সংস্থাটি জানায়, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ভবন ধসে, পাশাপাশি অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট ও জলাবদ্ধতায় ডুবে মারা গেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, জুনে বর্ষা মৌসুম শুরুর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির কারণে সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ এবং অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ কিছু এলাকায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, “সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে।” একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তাবিধি অনুসরণের আহ্বান জানান তিনি।

পাঞ্জাবের চাকওয়াল শহরে গত ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে নৌকা দিয়ে বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। সেনাবাহিনীর হেলিকপ্টারও উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে।

প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানকে বিশ্বের অন্যতম জলবায়ু-সংবেদনশীল দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে দুটি প্রধান আবহাওয়া প্রবণতা বিদ্যমান—চরম খরা ও তাপমাত্রা এবং মৌসুমি বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের ফলে দেশটির প্রায় ১৩ হাজার হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে।

২০২২ সালে মৌসুমি বৃষ্টির কারণে পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হয়েছিল এবং প্রাণ হারিয়েছিল প্রায় ১,৭০০ মানুষ। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলারেরও বেশি। চলমান দুর্যোগ সেই ভয়াবহ স্মৃতির কথাই আবারও মনে করিয়ে দিচ্ছে।

আরো পড়ুন