যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত শো আমেরিকান আইডল-এর সংগীত তত্ত্বাবধায়ক ও পুরস্কারপ্রাপ্ত রবিন কে এবং তার স্বামী সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকার নিজস্ব বাসা থেকে রোববার (১৪ জুলাই) তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, তাদের মরদেহ বাসার দুটি আলাদা কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার (১৫ জুলাই) টিএমজেড এক প্রতিবেদনে জানায়, বাসার দরজায় রক্তের দাগ দেখে পুলিশ জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাটি ডাকাতি নয়। কারণ বাসায় লুটপাটের কোনো আলামত পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।
এর আগে গত ১০ জুলাইও ওই বাসায় পুলিশ গিয়েছিল, একজন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রসহ ঢোকার চেষ্টা করছে এমন খবরে। তবে সেসময়ও কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই ঘটনার সঙ্গে এই জোড়া খুনের কোনো সংযোগ রয়েছে কি না, তা তদন্তাধীন।
প্রতিবেশীরা জানিয়েছেন, চারদিন ধরে তারা ওই দম্পতির কোনো খোঁজ পাননি। রবিন কে আমেরিকান আইডল-এর অন্তত ১৫টি সিজনে সংগীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন এবং গিল্ড অব মিউজিক সুপারভাইজরস অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি লিপ সিঙ্ক ব্যাটলসহ আরও কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি জোড়া খুন হিসেবে তদন্ত করা হচ্ছে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে।