Ridge Bangla

মোহাম্মদপুর-আদাবরে ঘণ্টার ব্যবধানে দুই খুন

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি ঘটনায় কুপিয়ে এবং অপরটিতে গুলি করে হত্যা করা হয়েছে দুজনকে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মোহাম্মদপুরে কুপিয়ে হত্যা

সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার লাউতলায় আল–আমিন (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম নুরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ আল–আমিনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আদাবরে গুলি করে হত্যা

এক ঘণ্টা পর, রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইব্রাহিম নামের এক ব্যক্তি। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

দুই এলাকায় টানা দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, উভয় ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত জানতে চেষ্টা চলছে।

আরো পড়ুন