জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (শুক্রবার, ১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহকের জন্য থাকছে বিশেষ উপহার—৫ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ইতোমধ্যে দেশের সব মোবাইল অপারেটরকে এই সুবিধা কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে ১৮ জুলাইকে ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে সব গ্রাহককে ৫ দিনের মেয়াদে ১ জিবি ফ্রি ডাটা দিতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়।”
কীভাবে ফ্রি ডাটা পাবেন
১৮ জুলাই স্মরণে আপনার মোবাইল থেকে নিচের নির্দিষ্ট কোড ডায়াল করে ফ্রি ইন্টারনেট অ্যাক্টিভ করতে পারবেন।
-
গ্রামীণফোন: 1211807#
-
রবি: 41807#
-
বাংলালিংক: 1211807#
-
টেলিটক: 1111807#
একবার অ্যাক্টিভ করলেই এই ফ্রি ডাটা ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, বিশেষ এই দিনটিকে জনগণের অংশগ্রহণে আরও অর্থবহ করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।