জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সভাস্থল পৌর পার্কের উন্মুক্ত মঞ্চ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় মোতায়েন করা হয়েছে অন্তত ৬ শতাধিক পুলিশ, এপিবিএন ও সেনা সদস্য। সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘‘কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সতর্ক রয়েছি।’’ জেলা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র থেকে আসছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন, তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভাসহ শীর্ষ নেতারা। বেলা ১১ টায় মঞ্চে বক্তব্য দেবেন তারা।
সভাস্থলে অন্তত আট হাজার লোকের সমাগম হবে বলে আশা করছেন জেলা পর্যায়ের নেতারা। সকাল থেকেই স্থানটি পরিষ্কার ও সাজসজ্জার কাজ চলতে দেখা গেছে।
জেলা এনসিপির সদস্য মুতাসিম বিল্লাহ বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই। কোনো সহিংসতা হবে না।’’
যুগ্ম সমন্বয়ক শাকিল মিয়া জানান, ‘‘কোনো নাশকতার আশঙ্কা নেই। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করে নেতারা মাদারীপুরে যাবেন।’’ সভা ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।